গোপলা নদী বাঁচাতে নদী দিবসে পরিবেশ আন্দোলনের ব্যতিক্রমধর্মী মানববন্ধন

March 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ ১৪ মার্চ মঙ্গলবার আর্ন্তজাতিক নদী কৃত্য দিবস। এই নদী কৃত্য দিবসে মৌলভীবাজার পরিবেশ আন্দোলন এর আয়োজনে শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের গোপলা নদী বাঁচাতে ব্যতিক্রম ধর্মী এক মানববন্ধন ও সমাবেশ করেছে।
১৪ মার্চ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আপারকাগাবলা এলাকায় – ভরাট হয়ে শুকিয়ে যাওয়া গোপলা নদীতে নদী বাঁচাতে জনপ্রতিনিধি, গ্রামের ম্যস্যজীবী ও শতাধিক কৃষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
এক সময়ের স্রোতম্বণী গোপলা নদী এখন দখলে-দোষণে ভরাট হয়ে গেছে। এ নদী সংষ্কারের দাবিতে বক্তব্য রাখেন, আপারকাগাবালা ইউনিয়নের চেয়্যারম্যান,মো. আজির উদ্দিন, পরিবেশ আন্দোলন মৌলভীবাজার আহ্বায়ক আ স ম সালেহ্ সোহেলসহ পরিবেশবাদি আন্দোলনের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com