গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।
শুক্রবার ১২ মে বিকেল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সহকারি উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার মনু ব্রিজ থেকে ইয়াবাসহ মাদক ওবায়দুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ওবায়দুল কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের মুসলীম আলীর ছেলে। এসময় তাকে তল্লাশী করে পরনের ট্রাউজারের পকেট থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। ডিবি সূত্র জানায় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওবায়দুল জানায়, সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বিক্রির জন্য এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ওবায়দুল হক ও তার আরেক সঙ্গী পলাতক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মন্তব্য করুন