গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ইউকে মৌলভীবাজারে উদ্যোগে দুই প্রবাসীর সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি লিডার ও মৌলভীবাজার জেলা সদর থেকে বহুল প্রচারিত পাতাকুঁড়ির দেশ পত্রিকার সাবেক নিবার্হী সম্পাদক মোস্তাক আহমেদ অপু ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজনাল সদস্য সচিব আব্দুর রব চৌধুরী সুমন এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।
সোমবার ৩ জুলাই রাতে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে মৌলভীবাজার শাখার আয়োজনে পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ ছাদিক আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহিনের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, জিয়াউল হক চৌধুরী বুলবুল, বকসী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব সহ অন্যান্যরা। পরে অতিথিদের হাতে সম্মননা স্মারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।
মন্তব্য করুন