গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ঢাকার ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় সম্পন্ন হলো গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা।
রোববার ৭ মে সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলের হল রুমে সিলেটবাসী বিশিষ্টজনের উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এমিরেটরস ডা. সুফিয়া রহমান।
তিনি তাঁর বক্তব্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতাদের এ রকম আয়োজন করার জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটিদের একই প্লাটফর্মে নিয়ে আসতে পারবে।
তিনি বলেন, একতা অনেক বড় হাতিয়ার। আর গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন গঠন হবে সিলেটিরা দেশে ও দেশের বাহিরে তাদের নানা দাবী দাওয়া আদায়ের সবচেয়ে হাতিয়ার। তিনি, সকল সিলেটবাসীকে একই ছায়া তলে এসে অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানান।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের সভাপতি এ এম বদরুদ্দোজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম বিপিএম, নন্দন পার্কের পরিচালন এনামুল হক চৌধুরী জালাল, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শামস্ -উল ইসলাম, সিনিয়র সহ সভাপতি (সৌদি আরব) কাপ্তান হোসেন, সহ সভাপতি (ইতালি) অলি উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম, ও বিলাল হোসেন সহ বাবাংলাদেশ ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ দিক নির্দেশনা মুলক পরামর্শ ও বক্তব্য রাখেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন