ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড় হাওয়া, বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে

May 28, 2024,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশের ন্যায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে মৌলভীবাজারেও। সোমবার রাত ৮টা থেকে বিরামহীন ভাবে তীব্র দমকা হাওয়া, ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ২৭ মে রাত থেকে সারা জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পাশাপাশি অধিকাংশ এলাকায় বন্ধ থাকে মোবাইল নেটওয়ার্ক।
তীব্র দমকা বাতাস, ঝড় ও বৃষ্টির কারনে প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন খুব একটা ঘর থেকে বের হচ্ছেনা। এদিকে রাতভর বৃষ্টি ও পাহাড়ি ছড়ার পানিতে নিম্নাঞ্চলে পানি জমে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
মৌলভীবাজারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতির দায়িত্বশীল কর্মকর্তরা জানান, রিমালের প্রভাব থাকায় অনেক স্থানে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com