চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক র্যাব ৯

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে র্যাবের অভিযানে চোলাই মদসহ ২ পেশাদার মাদক ব্যাবসায়িকে আটক করেছে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল।
মঙ্গলবার ৩ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি অভিযানিক দল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ শ্রীমঙ্গলে ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত কালিঘাট পোস্ট অফিস এলাকায় অভিযান অভিযান চালায় ২০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়।
ধৃত আসামীর নাম নিরঞ্জন ব্যানার্জী (৬২ ) পিতা মৃত উপেন্দ্র ব্যানার্জী, সাং কাকিয়া বাজার চা বাগান (উত্তর লাইন) এবং রমন তাতী, পিতা মৃত নীতু তাঁতী সাং বিদ্যাবিল চা বাগান (পূর্ব লাইন) থানা শ্রীমঙ্গল। জেলা মৌলভীবাজার আসামীদের গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪ (খ) ৪১ ধারায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয়কে এবং জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন