ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপি জেলা সম্মেলন শুরু হয়েছে

স্টাফ রিপোর্টার॥ যেখানে বিপন্ন মানুষ-প্রকৃতি সেখানেই উঠবে জ্বলে তারুণ্যের দ্রোহ’ এই শোøাগান নিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের দুই দিনব্যাপি ২৫তম জেলা সম্মেলন।
২৮ জানুয়ারী শনিবার দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লুনা নূর। উদ্বোধন শেষে রের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনারে আলোচনা অনুষ্ঠানে জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরিজিৎ রায় সাজুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আব্দুর রব, রইস উদ্দিন, কাজী রিতা, মাহমুদা খাঁ, প্রশান্ত দেব, দীপংকর দাশগুপ্ত, স্বপন দেবনাথ, সুবিনয় শুভ, মনশ্রী জুঁই, ফয়জুল হক, মৃদুল দেবনাথ প্রমূখ।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগামী কাল কাউন্সিল অধিবেশনের মধ্যদিয়ে শেষ হবে ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন।
মন্তব্য করুন