জঙ্গীর জন্ম যাতে না হতে পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল (ভিডিও সহ)

July 3, 2016,

স্টাফ রিপোর্টার॥ এদেশে যেনো কোন জঙ্গীগোষ্ঠীর জন্ম না হতে পারে, বিকশিত হতে না পারে সে বিষয় নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গুলশানের ঘটনায় দেশের ইমেজ অনেকটা নষ্ট হয়েছে। আর্ন্তজাতিকভাবে সব মিডিয়ায় সংবাদটি ফলাও করে প্রকাশিত হয়েছে। এদেশের জঙ্গীর জন্ম হলে, আমাদের ও ভবিষ্যত প্রজন্মের জন্য চরম ক্ষতি ডেকে আনবে।

Al-Imddied_1
শনিবার ২ জুলাই সন্ধ্যায় গনমাধ্যম কর্মীদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল কথাগুলো বলেন।
পুলিশ অফিস কনফারেন্স রুমে জেলা পুলিশ এর এই অনুষ্ঠানে পুলিশ সুপার আরও বলেন, স্বাধীনতার পর বিডিআর বিদ্রোহ, উদীচী হত্যাকা-ের মতো ঘটনা ঘটেছে। কিন্তু এধরনের কোন ঘটনা ঘটেনি। তাই সবাইকে নিজেদের সন্তানদেরকে জঙ্গী কর্মকা-ে যাতে কোনভাবেই জড়িত নাহয় সেদিকে খেয়াল রেখে গড়ে তুলতে হবে।

Al-Imddied_3
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনোয়ারুল হক, মৌলভীবাজার সদর সার্কেলের এসপি মোল্লা মোহাম্মদ শাহীন, সহকারী পুলিশ সুপার সদর থানা মো. রাশেদুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজল ও সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ছাদিক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ।

Al-Imddied_2
এছাড়াও উপস্থিত ছিলেন, এটিএনবাংলা/এটিএন নিউজ স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, প্রথমআলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, সময় টিভি প্রতিনিধি শাহ অলিদুর রহমান, মানবজমিন প্রতিনিধি মাসুদ আহমদ, সিলেটের ডাক প্রতিনিধি আব্দুল আজিজ, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, সমকাল প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, দীপ্ত টিভি প্রতিনিধি বকসী মিছবাউর রহমান, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি দেওয়ান মুক্তাদির গাজী, অর্থনীতি প্রতিদিন প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জাবেদ, পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান, সাংবাদিক মো. মোস্তফা, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, বাংলাকাগজ সম্পাদক এম এ

Al-Imddied মোহিত, বৈশাখী টিভি প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, বর্তমান প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান রুমি, খবরপত্র প্রতিনিধি শ ই সরকার জবলু, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, বাংলানিউজ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মানবজমিন স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, যমুনা টিভি প্রতিনিধি আফরোজ আহমদ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, একাত্তর ডটটিভি প্রতিনিধি এ এস কাঁকন, এনটিভি ক্যামেরাপার্সন মঞ্জু বিজয় চৌধুরী , চ্যানেল টুয়েন্টিফোর ক্যামেরাপার্সন আলী হোসেন রাজন, ফটোনিউজবিডি সম্পাদক এমদাদুল হক, প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com