জড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

September 11, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে বিজিবির অভিযানে আমদানি নিষিদ্ধ তিন লাখ টাকার ২২২ মদ ও পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর সেলুয়া সেতুর দক্ষিণ পাশের ৫০ গজ দূরের রাস্তা দিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ২২২ বোতল মদ বহন করে নিয়ে যাচ্ছিল।

গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অবৈধ মদসহ অটোরিকশা আটক করে সেলুয়া ক্যাম্পে নিয়ে যান। পরে মদের জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে জমা দেওয়া হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের সেলুয়া ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম গউস সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবি সেলুয়া সেতুর দক্ষিণ পাশ থেকে মালিক বিহীন ভারতীয় মদসহ সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করে।

পরে জব্দ তালিকা তৈরি করে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে জমা দেয়া হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যে কোন অবৈধ মালামাল পাচার বন্ধে বিজিবি সতর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com