‘জননীর জন্য পদযাত্রা’ শীষর্ক  ৩ দিন ব্যাপী ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন

September 4, 2016,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় ৩দিন ব্যাপী ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ এবং সুস্থ সবল কর্মময় জীবনের উপায় সম্পর্কে জনসচেতনতামুলক কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। সিসিআরপি, সুস্থ সবল কর্মময় জীবন (হিল), দিগন্ত ক্যান্সার হোম, ডেইলি বিডিমেইলডটকম, প্রিয় কুলাউড়া ও প্লাটুন টুয়েলভ’র উদ্যোগে  ৩১ আগস্ট ও ১ এবং ৩ সেপ্টেম্বর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি চা বাগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  ৩১ আগস্ট উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনারে ইয়াকুব-তাজুল কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো’র সভাপতিত্বে আলোচনা করেন ঢাকাস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এর সাবেক পরিচালক ও দিগন্ত ক্যান্সার হোম প্রতিষ্টাতা অধ্যাপিকা হোসনে আরা হান্নান, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও হীলের সম্পাদক মসিহ উদ্দিন সাকের, বাংলাদেশ বিমানের সাবেক চীফ পার্সার ও হিল এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা জেবুননেছা।

DSC_0174ccdএসময় কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার  পরীক্ষা করা হয়। পহেলা সেপ্টেম্বর লংলা চা বাগানের হাসপাতালে অর্ধশতাধিক নারী চা শ্রমিক ও তাদের সন্তানদের বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লবিন পরীক্ষা করা হয়। সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ’র সহযোগীতায় ও ট্রেইনি নার্স মোর্সেদা আক্তার বিমলা এবং ল্যাব টেকনোলজিষ্ট খলিলুর রহমান রাজিব এর সমন্বয়ে এসকল ফ্রি পরীক্ষা করা হয়। ৩ সেপ্টেম্বর সকালে কুলাউড়া ডিগ্রি কলেজে কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য’র সভাপতিত্বে ও দুপুরে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে জনসচেতনতামুলক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, হীলের সম্পাদক ও স্থপতি মসিহ উদ্দিন সাকের, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ডেইলি বিডি মেইল ও প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের। ওই দিন বিকেল ‘জননীর জন্য পদযাত্রা’ শীর্ষক ব্যানারে জনসচেতনতামুলক একটি র‌্যালি কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। এসময় শহরে সাধারণ জনগণের মধ্যে সচতেনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com