জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা  কমিটির ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত

July 5, 2025,

সাইফুল ইসলাম : জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের চৌহমুনা এলাকায় একটি অভিজাত হোটেলে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির প্রধান সমন্বয়ক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ সভাপতিত্বে ও মো: খালেদুর রহমানে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ কামাল উদ্দিন আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী মো: মনসুর রহমান শাহিন, পরিবেশ আন্দোলন বাপা  মৌলভীবাজার জেলার সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল, জালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের শ্রীমঙ্গল শাখার আহবায়ক পরিমল সিং বাড়াইক।

এসময় অন্যাদের মধ্যে সংগঠনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন, জালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব  এম এ রহিম, জালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের শ্রীমঙ্গল শাখা সদস্য সচিব মো: সাইফুল ইসলাম, সাংবাদিক মো: ময়নুল  ইসলাম চৌধুরী, আব্দুল মুহিত রাজা মিয়া, জালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের  পৌর শাখর আহবায়ক সাংবাদিক দরুদ আহমদ, জিল্লুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com