জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র ফ্রন্টের

February 6, 2024,

স্টাফ রিপোর্টার॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এবং ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার দাবিতে ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার আহবানে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে দূপুর ১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ সংগঠক রাজিব সূত্রধর। কলেজ শাখার সংগঠক আবু তালেব চৌধুরী এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সভাপতি বিশ্বজিৎ, সহসভাপতি প্রিতম দাস, কলেজ সংগঠক শাওন গোপ। সমাবেশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজে মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকে সামনে গিয়ে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ ও মিছিল শেষ হয়।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও স্বৈরাচারী রাজনীতির পৃষ্ঠপোষকতায় বেপরোয়া ছাত্রলীগ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সারাদেশে অব্যাহত দমন-পীড়ন-নির্যাতন এর অংশ হিসেবে এটি সংঘটিত হয়েছে। দেশে ধর্ষণের একটা ত্রাস তৈরি করেছে ক্ষমতাসীনরা।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনমানুষের প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অনতিবিলম্বে উঠিয়ে নেয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com