জুড়ীতে ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানা

February 29, 2024,

স্টাফ রিপোর্টার॥ ড্রাগ লাইসেন্স না থাকা এবং ফার্মাসিস্ট না থাকার অপরাধে জুড়ী এক্সপার্ট হাসপাতালের ফার্মেসী থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে ফুলতলা রোডস্থ এক্সপার্ট হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফার্মাসিস্ট না থাকা অন্য একটি ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ব্যবহার করার অপরাধে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি নতুন হাসপাতাল হওয়ার কারনে সতর্ক করে দেওয়া হয়।
উল্লেখ্য, ঐ হাসপাতালে এক মহিলার অপারেশনের ৮দিন পর একটি শিশু ঢাকার অন্যত্র একটি হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে ভূল চিকিৎসার অপরাধে গত সোমবার হাসপাতালে ডুকে চিকিৎসককে মারধর করেন রোগীর স্বজনরা।
ঘটনার পরদিন সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির মধ্যস্ততায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে বিষয়টি আপসে সমাধান হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com