জুড়ীতে ভূমি ও গৃহহীন আরও ৭৫ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা

August 8, 2023,

হারিস মোহাম্মদ॥ ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জুড়ীতে আগামী ৯ আগস্ট ২য় ধাপের ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন ৭৫টি পরিবার পাচ্ছেন নতুন ঠিকানা।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে সোমবার ৭ আগস্ট) বিকাল ৪ টায় জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

প্রেস ব্রিফিং কালে জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক বাংলা প্রতিনিধি দেলোওয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, জালালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com