জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

March 27, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে ২৬ শে মার্চ ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসক মৌলভীবাজার উক্ত ঘটনার কারন অনুসন্ধানকল্পে  তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তিন সদস্যের তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরীকে। সদস্য হিসেবে রযেছেন মো: ফজলুল করিম, নির্বাহী প্রকৌশলী, পিডিবি  এবং জনাব দিপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)। গঠিত তদন্ত কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপট করতে পারবেন।

ইতোমধ্যে জেলা প্রশাসক, মৌলভীবাজার দুর্ঘটনায়  মৃত পরিবারের অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com