জুড়ীতে অবৈধ কাঠভর্তি ট্রাক আটক

January 3, 2017,

আব্দুর রব॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন জুড়ী বিওপি ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে ২ জানুয়ারী সোমবার রাতে অবৈধ কাঠভর্তি একটি ট্রাক (মৌলভীবাজার-ঢ-১১-০৪৪৭) আটক করেছে। এব্যাপারে বন আইনে মামলা হয়েছে। বিজিবি ও বনবিভাগ সুত্রে জানা গেছে, জুড়ী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আজিজের নেতৃত্বে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং ফরেষ্ট যৌথ টহলের মাধ্যমে কুলাউড়া-মৌলভীবাজার সিঅ্যান্ডবি সড়ক থেকে অবৈধ আকাশমনি কাঠভর্তি একটি ট্রাক (মৌলভীবাজার-ঢ-১১-০৪৪৭) আটক করা হয়। এসময় ট্রাক চালক ও কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির জানান, আটক ট্রাক ও জব্ধ কাঠের সিজার মুল্য প্রায় ৪২ লাখ টাকা। মঙ্গলবার সকালে ট্রাকসহ অবৈধ কাঠ গাজীপুর বনবিটে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com