জুড়ীতে অবৈধ কাঠভর্তি ট্রাক আটক
January 3, 2017,
আব্দুর রব॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন জুড়ী বিওপি ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে ২ জানুয়ারী সোমবার রাতে অবৈধ কাঠভর্তি একটি ট্রাক (মৌলভীবাজার-ঢ-১১-০৪৪৭) আটক করেছে। এব্যাপারে বন আইনে মামলা হয়েছে। বিজিবি ও বনবিভাগ সুত্রে জানা গেছে, জুড়ী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আজিজের নেতৃত্বে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং ফরেষ্ট যৌথ টহলের মাধ্যমে কুলাউড়া-মৌলভীবাজার সিঅ্যান্ডবি সড়ক থেকে অবৈধ আকাশমনি কাঠভর্তি একটি ট্রাক (মৌলভীবাজার-ঢ-১১-০৪৪৭) আটক করা হয়। এসময় ট্রাক চালক ও কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির জানান, আটক ট্রাক ও জব্ধ কাঠের সিজার মুল্য প্রায় ৪২ লাখ টাকা। মঙ্গলবার সকালে ট্রাকসহ অবৈধ কাঠ গাজীপুর বনবিটে জমা দেয়া হয়েছে।
মন্তব্য করুন