জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে দুই জনকে এক লাখ টাকা জরিমানা
June 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে দুই জনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ১৩ জুন দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজার এলাকায় টিলা কাটা হচ্ছে এমন খবরে জুড়ী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনরে ১৫ (১) ধারা মোতাবেক
টিলাকর্তনকারী আব্দুল জব্বার ও জামাল উদ্দিনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
মন্তব্য করুন