জুড়ীতে অবৈধ ভারতীয় মোটর সাইকেল ও ঔষধসহ  আটক ১

April 22, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক ফিরোজের নেতৃত্বে বিজিবি ২০ এপ্রিল বুধবার রাতে একটি ভারতীয় অবৈধ মোটরসাইকেল ও বিপুল পরিমান অবৈধ ঔষধসহ ১ ব্যক্তিকে আটক করেছে। এ ব্যাপারে ২১ এপ্রিল  বৃহস্পতিবার বিকেলে জুড়ী থানায় মামলা (মামলা নং-০৭) হয়েছে।

বিজিবি সুত্রে জানা গেছে, ২০ ফুলতলা সীমান্তের মেইন পিলার ১৮১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাগরনাল নামক স্থানে ফুলতলা বিজিবি ১টি হিরো স্পেøন্ডার মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার ভারতীয় ও বাংলাদেশী লাইসেন্স বিহীন অবৈধ ঔষধসহ এসবের মালিক শ্রী অমল কুমার মজুমদারকে (৫৩) আটক করেছে। সে কুলাউড়া উপজেলার মাগুরার মৃত বিনয় ভূষন মজুমদারের ছেলে।

বিজিবি’র ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল নেয়ামুল করিম জানান আটককৃত দ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। ধৃত আসামীসহ মালামাল জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com