জুড়ীতে আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতা কর্মীদের ক্ষোভ

May 21, 2023,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার ২০ মে রাত ৭টায় ছোট ধামাই মনিপুরী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারন সম্পাদক মাসুক আহমদ,   উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক  ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমন প্রমুখ।

সভায় তৃনমুলের নেতা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের অবস্থান নেওয়ার কারনে জুড়ী উপজেলা পরিষদ,পুর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ, ফুলতলা ইউনিয়ন পরিষদ ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার  ভরাডুবি হয়েছে।

দলের সাথে যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ মন্ত্রীর প্রতি  দাবি জানান  দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার নৌকাকে বিজয়ী করতে হবে।

তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করে জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য  নেতা কর্মীদের প্রতি  উদাত্ত আহবান জানান।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com