জুড়ীতে ইউপি নির্বাচনে জামানত হারালেন ৮ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

আব্দুর রব॥ মৌলভীবাজারের জুড়ীতে জামানত রক্ষার ভোট পাননি ৫ ইউনিয়নের ৮ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসের সূত্রমতে, জামানত হারানো পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জায়ফরনগর ইউনিয়নের স্বতন্ত্র (হাতপাখা) প্রার্থী সুহেল আহমদ। জামানত রক্ষায় তার প্রতীকে ২৬৮৯ ভোট পড়ার প্রয়োজন ছিল। তার প্রতীকে ভোট পড়েছে মাত্র ২৩০টি। সাগরনাল ইউনিয়নের স্বতন্ত্র (আনারস) প্রার্থী শামীম আহমদ রুসন (১৬৯৮), পশ্চিম জুড়ী ইউনিয়নের স্বতন্ত্র (অটোরিকশা) প্রার্থী হাজী মো. হেলাল (১২৩৭), পূর্ব-জুড়ী ইউনিয়নে স্বতন্ত্র (মোটরসাইকেল) প্রার্থী জাবের উদ্দিন (১২০)। গোয়ালবাড়ি ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থী জামানত খুঁইছেন। এরা হলেন-স্বতন্ত্র (আনারস) প্রার্থী ওয়াছির উদ্দিন আহমদ (৪৩), চশমা প্রতীকের মোশতাক খান (১৩৯৯), ঢোল প্রতীকের সবুজ মিয়া (৯৫৬) ও রজনীগন্ধা প্রতীকের প্রার্থী সুহেল আহমদ (৫৫)।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও যদি কম ভোট পেয়ে থাকেন, তবে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিধান রয়েছে।
মন্তব্য করুন