জুড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিনয় ব্যানার্জী সংবর্ধিত

September 26, 2022,

আব্দুর রব॥ জুড়ী উপজেলার কৃতী শিক্ষার্থী ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় নিজ উপজেলায় রোববার বিকেলে সংবর্ধিত হয়েছেন।
জুড়ীতে আসলে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে জুড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ।
যুবলীগ নেতা আব্দুশ শুকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সদ্য মনোনিত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদতক বিনয় ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এসএম জাকির হোসাইন, জুড়ী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, ডুয়েট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন, প্রদীপ যাদব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, প্রবাসী যুবলীগ নেতা জালাল উদ্দিন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইয়াসির আতিক খান ফাহাদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা অভিষেক সিংহ, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ, পারভেজ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com