জুড়ীতে চুরি, ডাকাতি প্রতিরোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

November 8, 2020,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ীতে চুরি, ডাকাতি প্রতিরোধকল্পে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ নভেম্বর সন্ধ্যায় পূর্বজুড়ী ইউপির নয়াবাজারে পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ূন রশীদ রাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূর্বজুড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম, এস আই নাসির উদ্দিন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু, মাসুক আহমদ, শিবা প্রসাদ ভট্টাচার্য, ইয়াকুব আলী, শিক্ষক জামিল আহমদ, তাজ উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি যুবলীগ সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাসুম, ডেকোরেটার্স ব্যবসায়ী আতিক আহমদ সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

চুরি, ডাকাতি প্রতিরোধকল্পে এলাকাবাসী পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এলাকা সম্প্রতি গরুচুরি বৃদ্ধি পেলে স্থানীয় এলাকাবাসী এর প্রতিরোধে সোচ্চার হয়ে ওঠে।

মাদক নির্মূল ও চুরি-ডাকাতি রোধে স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com