জুড়ীতে জাগরন সমাজ কল্যান সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জাগরন সমজা কল্যান সংস্থার আয়োজনে প্রতি বছরের নেয় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাগরণ সমাজ কল্যান সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের উপস্থাপনায় ও সভাপতি ডাঃ মাহবুব সাদিক মুন্নার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি র্ছিলেন নয়াজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, বিশিষ্ট সমাজসেবক ডাঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিনাল কান্তি দাস, নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কাসেম দুলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণ সমাজ কল্যান সংস্থার সহ-সভাপতি হুুমায়ুন রসিদ রাজি, খালেদ সারওয়ার, নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, জাগরণ সমাজ কল্যান সংস্থার সকল সদস্যবৃন্দ প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী খান।
মন্তব্য করুন