জুড়ীতে জাতীয় পাটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা জাতীয় পাটির আয়োজনে রমজানুল মোবারক এর তাৎপর্য র্শীষ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন শনিবার উপজেলার কামিনীগঞ্জ বাজার জাতীয় পাটি কার্যালয়স্থত প্রাঙ্গনে উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুরমান আহমদ চৌধুরীর পরিচালনায় ও জুড়ী উপজেলা জাতীয় পাটির সভাপতি এড. এম মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা জাতীয় পাটির সভাপতি এড. আফজাল হোসেন, কুলাউড়া জাতীয় পাটির সভাপতি এম লুৎফুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জায়ফরনগর ইউপি জাতীয় পাটির সভাপতি আজমল আলী, জাতীয় পাটির নেতা আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশে বিচার বর্হিভূত হত্যাকান্ড চলছে। আসামী গ্রেফতারের নামে র্যাব ও পুলিশ পিছন থেকে গুলি করে মানুষ হত্যা করে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে। বিচার পাওয়া একজন মানুষের সাংবিধানীক অধিকার। বিচার বর্হিভূত হত্যাকান্ড ও র্যাব পুলিশের গ্রেফতার বানিজ্য বন্ধকরা ও সকল দলের অংশগ্রহনে একটি সন্দর ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহবান জানান।
মন্তব্য করুন