জুড়ীতে তিনজন গরু চোর আটক করেছে পুলিশ

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে গত ১৯শে মে এবং ২০ শে মে জুড়ীতে বিভিন্ন এলাকায় বেশ কিছু গরু চুরি হয়।
জুড়ী থানা পুলিশ গত দুই দিন এ সকল গরু চুরি করার সাথে জড়িত থাকার অপরাধে শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুল মতিন (ধলা মিয়া) এর পুত্র চিহ্নিত অপরাধী ও আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কামরুল ইসলাম কে,ও বুধবার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের মৃত আব্দুল মালিক এর পুত্র আব্দুল মনাফ ও গতকাল বৃহস্পতিবার দ্বহপাড়া গ্রামের মৃত ফয়াজ উদ্দীন এর পুত্র মিনহাজ উদ্দিন নামে তিনজনকে আটক করে জুড়ী থানা পুলিশ, দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন চোর ধরতে জুড়ি থানা পুলিশের পাশাপাশি আপনাদের কে ও তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি। এ থানায় গরু চোর সহ সকল অপরাধ নির্মূল করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। এবং আমরা একলা বাসীর সহযোগিতা পেলে, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলে খুব তাড়াতাড়ি বাকি দের কেও গ্রেফতার করা সম্ভব হবে।
গরু চোর দের আটক করায়, জুড়ী উপজেলা বাসী ও প্রবাসীরা ধন্যবাদ জানিয়েছেন, জুড়ী থানা অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী কে এবং সবাই আছে করেছেন দূত বাকিদের ও আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন