জুড়ীতে তিন সন্তানের জনকের আতœহত্যা
September 25, 2022,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে নসীন নায়েক (৩০) নামের ৩ সন্তানের জনক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত ব্যক্তি উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের নলডরী গ্রামের মৃত নিমাই নায়েকর ছেলে।
শনিবার ২৪ সেপ্টেম্বর নিহত নসীন নায়েকের বাড়ীর পাশেই এ ঘটনাটি ঘটে। স্থানীয ইউপি সদস্য স্বপন বিশ্বাস আতœহত্যার বিষযটি নিশ্চিত করে বলেন, নিহত নসীন নায়েকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে তিনি আত্মহত্যার কারণ জানাতে পারেন নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে সাথে সাথে থানার এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ।
মন্তব্য করুন