জুড়ীতে পানির টিউবওয়েলে রাতের আঁধারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে

May 14, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে পানির টিউবওয়েলে রাতের আঁধারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। শুক্রবার ১২ মে ভোরে পরিবারের লোকজন ফজরের নামাজের সময় বিষ প্রয়োগের বিষয়টি টের পান।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মধ্য নয়াগ্রাম গ্রামের তমছির আলী (৬৫) নিজ বাড়িতে ছেলে, মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করছেন। এলাকার কারো সাথে তাদের কোন মতবিরোধ নেই।

খাবার পানি ও অন্যান্য কাজে তারা বাড়ির আঙ্গিনার টিউবওয়েলটি ব্যবহার করেন। শুক্রবার ভোরে তমছির আলীর স্ত্রী ফজরের নামাজের অজু পড়ার জন্য টিউবওয়েলে চাপ দিলে দেখতে পান সাদা রংয়ের দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে।

তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে পরিবারের সদস্যরা পানি ব্যবহার থেকে বিরত থাকেন। পরে স্থানীয় ইউপি সদস্যসহ প্রতিবেশিরা এসে এটিকে বিষ হিসেবে চিহ্নিত করেন।

আলাপকালে তমছির আলী জানান, প্রতিবেশী বা স্থানীয় কারও সাথে তাঁর শত্রুতা নেই। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সুষ্ঠ তদন্ত করে দোষীদের বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।

বিকেলে ঘটনার খবর পেয়ে তমছির আলীর বাড়ি তাৎক্ষণিক পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি নতুন টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ বিষযয়ে থানার উপ পরিদর্শক (এসআই) পরিতোষ পাল বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে  লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com