জুড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে সভা, সেলাই মেশিন বিতরন ও ইফতার মাহফিল
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজারের জুড়ীতে আলহাজ্ব তাজুল ইসলাম ব্র্যাক স্থায়ী কিশোর কিশোরী ট্রাস্ট ক্লাবের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার বিকালে ক্লাব প্রাঙ্গনে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্যাহ খান, জুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, ব্র্যাক শিক্ষা কর্মসূচী এডিপির এরিয়া ব্যবস্থাপক আব্দুল হাই, দক্ষিণ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ দারা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সিরাজুল ইসলাম, সরকার এয়ার ট্রাভেলস এর পরিচালক মোরশেদ আলম ময়না, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রতিভা রানী দে, ইউপি সদস্য আব্দুল জব্বার, ইউপি সদস্যা আফিয়া বেগম, জুড়ী চৌমুহনী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জহির উদ্দিন, হাফেজ সাইফুল আলম দস্তগীর, হাফেজ শরিফ মোহাম্মদ শাহজালাল প্রমূখ। সভায় তাজুল ইসলাম ব্র্যাক স্থায়ী কিশোর কিশোরী ট্রাস্ট ক্লাবের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়। পরে উপস্থিত সভাইকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন