জুড়ীতে বিজিবি কর্তৃক অবৈধ কাঠ আটক
December 1, 2016,
কুলাউড়া অফিস॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজার এর আওতাধীন লাঠিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল কাশেম এর নেতৃত্বে
২৯ নভেম্বর মঙ্গলবার মেইন পিলার ১৪০০/বি-আরবি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিলকুশ চা-বাগান নামক স্থানে ১টি (পিকআপ মৌলভীবাজার ১১-০২৯৯) সহ ৮৪ ঘনফুট গোলকাঠ আটক করে। যার সিজার মূল্য ১৬,৮৪,০০০/- টাকা এবং জুড়ী বিওপির টহল কমান্ডার নায়েক দেলোয়ার এর নেতৃত্বে ২৯ নভেম্বর সাড়ে ১২ টায় কাশেমনগর নামক স্থানে ৩০ ঘনফুট ম্যানজিয়াম গোলকাঠ আটক করেন। যার সিজার মুল্য ১,২০,০০০/- টাকা। আকটককৃত গাড়ীসহ মালামাল লাঠিটিলা বনবিট অফিসে জমা করা হয়।
মন্তব্য করুন