জুড়ীতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় নবগঠিত জুড়ী উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৫ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫ টায় জুড়ী উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক চন্দন কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক কয়েছ আহমদের পরিচালায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি, মৌলভীবাজার-২ কুলাউড়ার সংসদ সদস্য আব্দুল মতিন এমপি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুল্লাহ, মৌলভীবাজার জেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আহবায়ক পার্থ সারথী পাল। পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু, যুবলীগের সভাপতি এড. আব্দুল খালিক সোনা, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, ছাত্রলীগে নেতা শেখরুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুল হান্নান, ফয়ছল আহমদ প্রমুখ। অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
মন্তব্য করুন