জুড়ীতে সিনেমা হল চালু না করার দাবিতে তালামীযের বিক্ষোভ মিছিল

September 9, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা শহরের প্রাণ কেন্দ্র কামিনীগঞ্জ নামাবাজারে পুণরায় সিনেমা হল চালু না করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামীয়া।

শুক্রবার ৯ সেপ্টেম্বর বাদ জু’মা জুড়ী নামাবাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ কালে দলীয় নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ মিছিলে যোগ দেন। পরে এক পথ সভায় অন্যান্যের মধ্যে মাও: আব্দুশ শহিদ, মাও: আব্দুল আজিজ, মাও: আব্দুল কুদ্দুছ, মাও: নজরুল ইসলাম, অ্যাড. মাহবুবুল আলম শামীম, মাও: শামসুল ইসলাম, মঞ্জুরে আলম লাল, সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এর পূর্বে সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। কামিনীগঞ্জ বাজারে পূবালী সিনেমা হল নামে একটি হল চালু ছিল। প্রায় ৫ বছর পূর্বে এক গভীর রাতে হলটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তখন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ভূমিকায় বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠানসহ কোটি কোটি টাকার মালামাল রক্ষা পায়। সে সময় হলটি বন্ধ করে দেয়া হয়। বর্তমানে পুণরায় হলটি চালুর প্রক্রিয়া চলছে। হলটি চালু থাকাবস্থায় বাজার ও পার্শ্ববর্তী এলাকায় মদ, গাঁজা, পতিতাবৃত্তিসহ অসামাজিক ও অনৈসলামিক কার্যক্রম ঘটত। দোকান পাট ও বাসা বাড়িতে প্রায়ই চুরি ও পথচারীরা ছিনতাইয়ের শিকার হত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটত। পুণরায় হলটি চালু হলে এ সমস্ত কাজের পুনরাবৃত্তি ঘটবে এবং এলাকার শিশু-কিশোররা লেখাপড়া বাদ দিয়ে আগের মত বিপথগামী হবে বলে অভিযোগ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com