জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা অব্যাহত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ । বুধবার ৩০ জুন উপজেলার কামিনীগঞ্জ বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা সহ স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা উপজেলার কামিনীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে সংক্রমন প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৫ এর ২ ধারা অনুযায়ী ০৯ টি মামলায় ৩৬০০ টাকা জরিমানা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানের সময় জরিমানার পাশাপাশি জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন