জুড়ীতে ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

August 9, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় এশিয়ার সর্ববৃহৎ জলাভূমি হাকালুকির বিলে অবাধেমা ও পোনা মাছ নিধনকারী অসাধু জেলেদের বির”দ্ধে অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করাহয়। ৯ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে হাওরে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনার সময় অসাধু জেলেরা পালিয়ে যায়।  জানা গেছে,  উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর ও সহকারী মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ ও জুড়ী থানার এস আই ইব্রাহীমের নেতৃত্বে হাকালুকির চাতলাবিল, কৈয়ার কোনা, তৌড়ন বিলে অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার মিটার,৩২০ টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে জুড়ী উপজেলা প্রাঙ্গনে নিয়ে আসা হয়। পরে বিকেল ৩ টায় উপজেলা পরিষদের পাশে জব্দ কৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com