জুড়ীর বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান আর নেই
বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান (৫০) আর নেই (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৬ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জুড়ী আধুনিক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুবালে তিনি স্ত্রী ১ছেলে ১মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ ২৭মে শুক্রবার বেলা আড়াইটায় পারিবারিক গোরস্থান প্রাঙ্গনে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে।
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী হাজী ফেরদৌস মিয়ার বড় ভাই আব্দুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, আল আইন মহানগর আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, আল আইন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা বাতির মিয়া, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, আল-আইন মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ সাগর, মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (মধু), আজিজ আহমদ আলতাব, সাংগঠনিক সম্পাদক সাহবুদ্দিন আহমদ (শুভ), ক্রিড়া সম্পাদক করিম আহমদ (রাজ), সাজু আহমেদ কনই, জামাল হোসেন, আজমল মিয়া, আছকির মিয়া, সাবেক ছাত্রনেতা সোহেল শেখ সেলিম আহমদ প্রমুখ।
মন্তব্য করুন