জুড়ীর সাগরনাল চা বাগানে ১ যুবকে কুপিয়ে হত্যা

March 23, 2021,

জুড়ী প্রতিনিধি॥ গরু রাখাকে কেন্দ্র করে জুড়ীর সাগরনাল চা বাগানে ১ যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

২৩ মার্চ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে গরু রাখা নিয়ে কেন্দ্র করে চা শ্রমিক শংকর পাশি’র ছেলে মনা পাশি (২০) কে একই চা বাগানের শ্রীকুমার পানিকা’র ছেলে অর্ণজিত পানিকা (২৩) কুপিয়ে হত্যা করেছে।

জানা যায়, চা বাগানে গরু রাখা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাটি দিয়ে একে অপরকে আঘাত করে। পরে হাতে অর্ণজিত পানিকার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপাতে থাকে। দায়ের কুপের মারাত্মক আঘাতে ঘটনাস্থলে মনা পাশীর মৃত্যু হয়। ঘটনার পরে পরিবারের লোক জন খরব পেয়ে সাগরনাল চা বাগানের ৩ নং সেকশনে গেলে দেখতে পায় মনা পাশির লাশটি পড়ে রয়েছে। পরে জুড়ী থানায় খবর দেয় পরিবারের লোক জন।

এবিষয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঘঠনাস্থলে গিয়েছি মনা পাশির লাশ উদ্ধার করা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com