জুড়ী উপজেলায় হান্ডবল প্রশিক্ষন সমাপ্ত

June 6, 2016,

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৫-১৬ইং এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জুড়ী উপজেলার অনুর্ধ১৬ জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্কুলের বালক নিয়ে ৪জুন শনিবার বিকেলে মাস ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষন কোর্স সমাপ্ত হয়েছে। হ্যান্ডবল প্রশিক্ষনে রাজনগর উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০জন বালক অংশ গ্রহন করে।
সমাপনী দিনে ফাইনাল খেলায় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় দল শিলুয়া উচ্চ বিদ্যালয় দলকে ১১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে জুড়ী উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের সনদপত্র ও ক্রেষ্ট বিতরন করেন। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিতাংশু রঞ্জন দাস এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিক আহাম্মদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস। খেলা প্রশিক্ষন পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক বিজন চন্দ্র দাস,মুবিন উদ্দিন ও কমল অধিকারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com