জুড়ী ও বড়লেখায় ভারতীয় মদ ও কাঠ জব্দ

May 9, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন জুড়ীর ফুলতলা বিওপি ও বড়লেখার বিওসিটিলা বিওপি ৯ মে মঙ্গলবার সকালে পৃথক অভিযানে ভারতীয় অবৈধ মদ ও কাঠ জব্দ করেছে।
বিজিবি সুত্রে জানা গেছে, ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মামুন অর রশিদের নেতৃত্বে¡ সীমান্তের মেইন পিলার ১৮২৬ হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের এলভেনটিলা নামক স্থানে অভিযান চালিয়ে  ভারতীয় বিভিন্ন প্রকার ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। অপরদিকে বড়লেখার বিওসিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোয়াাজ্জেম হোসেনের নেতৃত্বে ডিমাই এলাকা হতে ১৩০.৫৪ ঘনফুট সেগুন, মেহগনি ও আকাশমনি কাঠ আটক করেন। যার সর্বমোট সিজার মুল্য ৫,২৭,৪৩৫/- (পাঁচ লক্ষ সাতাশ হাজার চারশত পয়ত্রিশ) টাকা। মাদকদ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ, মাধবপুর বনবিট অফিসে জমা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com