জুড়ী হতে ডাকাতির মালামালসহ ৩ ডাকাত নারায়নগঞ্জে গ্রেফতার

আব্দুর রব॥ জুড়ী শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজের ডাকাতির মালামালসহ তিন ডাকাতকে জুড়ী পুলিশ বৃহস্পতিবার রাতে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে জুড়ীর ফুলতলা ইউপির বিরইনতলা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ময়না মিয়া (৩০) ও কামাল মিয়া (৩৫) এবং নারায়নগঞ্জ জেলার চাষারা চম্পাগড় গ্রামের জালাল আহমদের ছেলে মঞ্জু মিয়া (৩০)। পুলিশ তাদের নিকট থেকে ডাকাতি হওয়া কলেজের একটি মাল্টি মিডিয়া প্রজেক্টর ও দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে।
জানা গেছে, ১২ এপ্রিল রাতে জুড়ী শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজের নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতরা কম্পিউটার ল্যাবে প্রবেশ করে ১৮ হাজার টাকা, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, মোবাইল ফোনসেটসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এঘটনার পরদিন কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন জুড়ী থানায় মামলা করেন। মোবাইল ট্যাকিং প্রযুক্তির মাধ্যমে থানার অফিসার ইনচার্জ হামিদুর রহমান পিপিএম ও এসআই ইব্রাহিম আলী নারায়নগঞ্জ ফতুল্লাহ থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যমতে মালামাল উদ্ধার করে পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হামিদুর রহমান পিপিএম তিন ডাকাতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন