জেএসসি পরীক্ষায় কুলাউড়া বালিকা স্কুলের সাফল্য

December 30, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন জানান, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবারের জেএসসি পরীক্ষায় ২৫২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০জন, এ গ্রেড পেয়েছে ৬২জন, এ-গ্রেড পেয়েছে ৫৮জন, বি গ্রেড পেয়েছে ৪৫জন, সি গ্রেড পেয়েছে ২৩জন ও ডি গ্রেড পেয়েছে ২জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্টানে পাসের হার ৯৫.২৪। তিনি আরো বলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও পরিচালনা কমিটির নিবিড় পর্যবেক্ষন এবং শিক্ষার্থী, অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন ও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম হওয়ায় ফলাফলের এ ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎফুল্ল শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মিলিত হয়ে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com