জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা 

February 15, 2024,

নজরুল ইসলাম মুহিব॥ প্রিপট্রাস্ট অপরাজিতা নারীর রাজনৈতিক প্রকল্পের আওতায় জেন্ডার ও নারী রাজিৈতক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা কমলগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ‘প্রিপট্রাস্ট অপরাজিতা’ প্রকল্পের আয়োজনে কমলগঞ্জ উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক’র সহযোগিতায় কমলগঞ্জ বিআর.বি.আর.ডি.বি এর প্রশিক্ষণ হল রুমে জেন্ডার ও নারী রাজিৈতক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ রগিমপুর ইউপি চেয়ারম্যান মো: ইফতেকার আহমদ বদরুলের সভাপতিত্বে এবং প্রিপট্রাস্ট অপরাজিতা নারীর রাজনৈতিক প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো.নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

এতে বক্তব্য রাখেন পতন উষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সচিব শিল্পী বেগম, অপরাজিতা মুন্না রায়, গুলনাহার বেগম, খুশবা বেগম, শেলী বেগম, শাহেনা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন প্রিপট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর শিহাব আহমদ। মত বিনিময় সভায় কমলগঞ্জ উপজেলার ৯টি ইউয়িনের ইউপির সাধারন  সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও ইউপি সচিবগণ অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com