জেলা ছাত্রদলের একাংশের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

January 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ছাত্রদলের একাংশের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার ৮ জানুয়ারি বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র সমাবেশ, আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। মৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশের সভাপতি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেলের সার্বিক সহযোগিতায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সম্পাদক  মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজি মারুফ, জেলা যুবদল নেতা সেলিম মো: সালাউদ্দিন, সাবেক জেলা ছাত্রদল নেতা এম এ নিশাত, যুবদল নেতা অ্যাডভোকেট নেপুর আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।

সমাবেশে আলোচনা পর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশনেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •