জেলা জুড়ে তাপদাহে মানুষের সার্বিক জীবনযাত্রা থমকে গেছে

April 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ তীব্র তাপদাহে মৌলভীবাজার জেলা  উপজেলার জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। গ্রীষ্মের ভ্যাপসা গরম আর বিদ্যুতের লোডশেডিং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হচ্ছে। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলায় তাপমাত্রা তীব্র আকার ধারণ করে। গত কয়েকদিনের তীব্র তাপদাহে অবর্নণীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

1

বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবি মানুষেরা বেশি দূর্ভোগে পড়েছে। দিনমজুরী মানুষেরা কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে কাটাচ্ছেন দিন। মানুষের পাশাপাশি পশুপাখির জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।  প্রখর রোদ যেন আগুনের ফুলকা হয়ে বিধছে মানুষের শরীরে। সকালের স্বাভাবিক সময়কাল শেষ হতেই সূয্যের তাপ বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষ  একটু জিরিয়ে নেওয়ার আশায়  গাছের নিছে বসে। কেউবা রাস্তার পাশে দাড়িয়ে খাছে কচি ডাবের পানি।

2

ডাব, তরমুজ, শসা, বাঙ্গি, প্রভৃতি ফল খেয়ে মানুষ তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। দুপুরের পর রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট, স্কুল-কলেজ ফাঁকা হয়ে যায়। প্রয়োজন ছাড়া দুপুরে মানুষ বাইরে বের হয় না। ধান,  শাক-সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সবুজ ঘাস পুড়ে হলুদ বর্ণ ধারণ করায় মাঠে গো-খাদ্যের সংকট চলছে। এ দিকে প্রচন্ড  তাপদাহে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানীসহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকতা হারুনুর রশিদ জানান আজ রবিবার ১২ পর্য়ন্ত তাপ মাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com