জেলা ন্যাপের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী আর নেই

October 20, 2021,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজার জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী (৮৫) আর নেই। ২০ অক্টোবর বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে মৌলভীবাজার শহরের পশ্চিম সুলতানপুর বাসায় ইন্তেকাল করেন। (ইন্না..রাজেউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন জেলা ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি যুগশংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক চৌধুরী নিহারেন্দু হোম সজল সহ প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। গার্ডঅব অনার প্রদর্শন এর পর তাঁর গ্রামের বাড়ী মৌলভীবাজার সম্পপাশীতে সমাহিত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com