জেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগীতা চান মোঃ ফিরোজ

November 14, 2016,

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মো: ফিরোজ। বর্ষীয়ান এই রাজনীতিবীদ ও সমাজ সেবক এ উপলক্ষে সম্মানিত নির্বাচকমন্ডলীসহ জেলার সর্বস্থরের মানুষের সহযোগীতা চান। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত মোঃ ফিরোজ জনগণের ভালোবাসার দায়বদ্ধা থেকেই জেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন। এই প্রতিবেদকের সাথে আলাপে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমি মৌলভীবাজারের সম্মানিত জনগনকে কথা দিচ্ছি আমি তাদের একজন একনিষ্ট সেবক ও সহকর্মী হিসেবে সুষম বন্টনের মাধ্যমে জেলা পরিষদ মৌলভীবাজার এর সকল উন্নয়ন কর্মকান্ড তথা সার্বিক অবস্থান সকলের পরামর্শ ক্রমে জবাবদিহিতা নিশ্চিত করে জনসাধারণের আইনগত অধিকার প্রতিষ্ঠিত ও সুসংহত করতে কাজ করব।  তিনি বলেন সারা জীবনই রাজনীতির সাথে আছি তাই জনসেবাকে ইবাদত মনে করে। আমৃত্যুনীতি ও আদর্শকে সামনে রেখে নারী-পুরুষের ন্যায় সংগত অধিকার যথাযথ সমুজ্জ্বল করতে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য শিক্ষা ও সংস্কৃতি অর্থনীতি ও সার্বজনীন উন্নয়নকে আর ও বেগবান করতে জনগনের একজন বিশ্বস্থ কর্মী হিসেবে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ও প্রত্যাশা ব্যক্ত করেন।

মোঃ ফিরোজ ১৯৪৫ সালের ৩০ শে জুন জেলার সদর উপজেলার কচুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত মৌলভী মো: সিদ্দেক ও মাতা মৃত হাসনা বেগম। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ২ মেয়ের জনক। বর্ষীয়ান এ নেতা মৌলভীবাজার সরকারী কলেজ থেকে বিএ পাশ করেন। মোঃ ফিরোজ বর্তমান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৬৬-৬৪ খ্রি: মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ১৯৬৬-৬৭ খ্রি: তিনি পুন:রায় মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৯ খ্রি: তিনি প্রবাসে (যুক্তরাজ্য) গিয়ে স্বাধীনতা সংগ্রামের পক্ষে Wales Bangladesh Action কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেন। Wales (UK) থেকে ১৩ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সামনে “হাংগার স্ট্রাইক” করেন। যা সে সময়ে বিভিন্ন মিডিয়ায় গুরুত্বসহকারে প্রচারিত হয়। তিনি Wales (UK) আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরু দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৩ খ্রি: মৌলভীবাজরার মহকুমা পরবর্তীতে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ খ্রি:মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও ১৯৯৮ খ্রি: মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ২০০৭ খ্রি: হতে বর্তমানে সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন এবং সংগঠনের সকল সাংগঠনিক কাজ একজন নিবেদীত কর্মী চালিয়ে যাচ্ছেন। তিনি সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কাজ করে লব্দ অভিজ্ঞতা থেকেই উপলব্দি করেছেন এজেলার সর্বস্থরের মানুষের কল্যাণে কাজ করতে হলে সে রকম ক্ষমতা থাকার প্রয়োজন। যেটি সরকার ও জনগণের মধ্যে সমন্বয়ে মানুষ,সমাজ,দেশ ও জাতীর কল্যাণে কাজ করা যায়। তিনি বলেন এরকম একটি মাধ্যম হিসেবে জেলা পরিষদ কাজ করে। তাই আমি রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে জনগণের উন্নয়নে তথা এ জেলবাসীর উন্নয়নে কাজ করতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এ জেলার জনগণকে নিয়ে দেখা তার এই প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে তিনি সম্মানিত নির্বাচকমন্ডলীর সদস্য ও সর্বস্থরের মানুষের দোয়া ও আর্শিবাদ চান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com