জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ শিশু ও মহিলা মন্ত্রণালয় আয়োজিত এবং বাংলাদেশ শিশু একাডেমী মৌলভীবাজার জেলা শাখা পরিচালিত জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২৭ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী এম,সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪শতাধিক শিশু আবৃত্তি,নাচ গান,খেলাধুলা অভিনয়,গল্প বলা উপস্থিত বত্তৃতা ইত্যাদি ৭১টি বিষয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং পূর্নারায় ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান, বিশিষ্ঠ সাহিত্যিক ও গবেষক মাহফুজুর রহমান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন প্রমূখ।
মন্তব্য করুন