জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

January 11, 2023,

স্টাফ রিপোর্টার॥ করোনার কারনে দুই বছর থেমে থাকার পর ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ জানুয়ারি সকালে জেলা প্রশাসনের উদোগে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মো: আবদুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা বিভিন্ন ২৯টি ইভেন্টে অংশ নেন। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com