জেলা বিএনপি’র সভাপতি নাসের রহমান ও ছাত্রদলের সম্পাদক সোহানের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ ১১ই মার্চ বিএনপি’র কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার প্রস্তুতিকালে শহীদ মিনার এলাকায় বিএনপি ও জেলা ছাত্রদলের উপর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সদর উপজেলা ছাত্রদল।
হামলায় আহত হন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ।
শনিবার ১৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সৈয়দ জাবেদ আলী নাঈম এর সভাপতিত্বে এবং জাফরান খান ও পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের অন্যতম মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সজিব, সোহাগ আহমদ,সহ সাধারণত সম্পাদক হোসাইন আহমদ,ফয়জুল করিম মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জলা ছাত্রদলের সিনিয়র ছাত্র নেতা সেকিম আহমদ,মুহিত আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ হাসান, জেলা ছাত্রদলের সদস্য মুন্না আহমদ, সিনিয়র ছাত্রনেতা বাবর আহমদ, জুবায়ের আহমদ, সাজন আহমদ, আজিজুর রহমান, সায়েক আহমদ, ইমন আহমদ, আলিম আহমদ, টিটু ইসলাম, সায়েক আহমদ সহ ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন