জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

May 25, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহনে, মূল্যবোধের অবক্ষয়, জঙ্গীবাদ, সাইবার অপরাধের বিরুদ্ধে এবং শিশু, কিশোর, যুবক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী।

এ সময় তিনি বলেন, আজকের শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তাই শিশু, কিশোরদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। শিশু, কিশোরদের মানসিক বিকাশের ব্যবস্থা করে দিতে হবে। সংস্কৃতি চর্চা করতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সচেতনতা ও অত্যন্ত জরুরি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, কালচারাল অফিসার জ্যোতি সিনহা, বাংলাদেশ টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে “দেয়াল চিত্রায়ণ ও আল্পনা অঙ্কন” কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com