টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি-সম্পাদককে নাগরিক সংবর্ধনা

March 18, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর নব নির্বাচিত সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক তালুকদার আমিনুল রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার ১৫ মার্চ রাত ৮টায় পতনঊষার ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক ইউপি সদস্য আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব লোকমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, সূজা মেমোরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক মো: আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •