ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন
আব্দুর রব ॥ বড়লেখা উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান জুয়েল আরেং এমপি ও সেক্রেটারী জেনারেল যোহন সাংমা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রবিনসন সুছিয়াংকে চেয়ারম্যান, সুকমন আমসেকে ভাইস চেয়ারম্যান, রাসেল পঃলেনচারকে জেনারেল সেক্রেটারী, বিতার সুঙঃকে কোষাধ্যক্ষ ও রাঙাচরণ সাঁওতালকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটিকে অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান সমীরণ মুন্ডা, ডেভিড পাপাং। জয়েন্ট সেক্রেটারী সিতেশ খংলা, এলিয়াস বারেঃ, সহ-সাংগঠনিক সম্পাদক হেমসন ধার, প্রচার সম্পাদক ফুলওয়ি মুখীম, সহ-প্রচার সম্পাদক ডিকসন মারলিয়া, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমা নংমিন, কার্যকরী সদস্য রাজু খংলা, হলডেন পঃকেনটেং, ফেয়ারলেস সুদিয়াং, (মহিলা সংরক্ষিত) সিলভানিয়াস ধার ও সিকেল পাপাং প্রমুখ।
মন্তব্য করুন